আগামী ০৩/০৭/২০১৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার পবিত্র রমজান উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ করা হবে। অত্র ইউনিয়নের জন্য মোট ১৬০০ পরিবারের বিপরীতে সর্বমোট ১৬.০০০ মে.টন খাদ্যশষ্য চাউল ইউপি গুদামে মওজুদ করা হয়েছে। সকাল ৯.০০টা থেকে ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চাউল বিতরণ করা হবে এবং দুইটি সেন্টারে ভিজিএফ চাউল বিতরণ করা হবে। সেন্টারগুলো নিন্মরুপ:
১। চেমীডলু পাড়া কমিউনিটি সেন্টার
২। বাকীছড়া মুখ।
সকল ভিজিএফ কার্ডধারীদেরকে যথা সময়ে উপস্থিত থেকে চাউল সংগ্রহ করার জন্য অনুরোধ করা হল।
সানু প্রু মার্মা
চেয়ারম্যান
২নং কুহালং ইউনিয়ন
বান্দরবান সদর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS