গণপ্রজাতমএী বাংলাদেশ সরকার
চেয়ারম্যানের কার্যালয়
২ নং কুহালং ইউনিয়ন পরিষদ
বান্দরবান সদর, বান্দরবান।
বিষয়ঃ ২০১৪-১৫ সালের আনুমানিক আয়-ব্যয়ের প্রসত্মাবিত বাজেট সভার কার্যবিবণী।
সভার তারিখ ঃ ২৯/০৫/২০১৪ ইং সহান ঃ ইউ. পি. কার্যালয়
সভার সময় ঃ বিকাল ২.০০ ঘটিকা বারের নামঃ
সভাপতি ঃ সানুপ্রত মার্মা
চেয়ারম্যান,
২ নং কুহালং ইউনিয়ন পরিষদ
বান্দরবান সদর, বান্দরবান।
সভার উপস্থিতি ঃ পরিশিষ্ট ‘ক’ দ্রষ্টব্য।
সভাপতি মহোদয় উপসিহত সম্মানিত সদস্য/ সদস্যাবৃন্দকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে সভার কাজ আরম্ভ করেন।
১ম প্রসত্মাবঃসভাপতি মহোদয়ের আদেশক্রমে কর্মরত সচিব ইউনিয়ন পরিষদ আদর্শ কর তফসিল ২০১৩ এর আলোকে কর নির্ধারণ, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন ও স্মারক নং- ৪৬.০১৮.০৩২.০০.০২৭.২৯.০১৩-৫৩২ তারিখ- ১৩/০৪/২০১৪ খ্রিঃ চিঠি সভায় পাঠ করিয়া শুনান। উক্ত বিষয়ে সভায় বিসত্মারিত আলোচনার পর প্রজ্ঞাপন মোতাবেক কর আদায়ের জন্য উপিস্থত সম্মানিত সদস্য-সদস্যাগণ একমত পোষণ করার পর প্রসত্মাবটি সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
২য় প্রসত্মাবঃসভাপতির আদেশক্রমে ইউপি সচিব ২০১৩-২০১৪ অর্থ বৎসরের খাতওয়ারী প্রকৃত আয়-ব্যয় এবং আগামী ২০১৪-২০১৫ অর্থ বৎসরের আনুমানিক খাতওয়ারী আয়-ব্যয়ের হিসাব পৃথকভাবে সভায় পাঠ করে শুনান। উক্ত বিষয়ের উপর দীর্ঘ সময় যাচাই-বাছাই ও বিসত্মারিত আলোচনার পর নিমণলিখিতভাবে ২০১৪-২০১৫ অর্থ বৎসরের আনুমানিক আয়-ব্যয়ের প্রসত্মাবিত বাজেট অত্র ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট সভায় সর্বসম্মতভাবে গৃহীত ও পাশ হয়। ভবিষ্যতে ধার্য্যকৃত কর, রেট, ফি ইত্যাদির উপর কোন ওজর আপত্তি ও অভিযেগা থাকলে কর্তৃপÿ কর্তৃক প্রয়োজনে পরিবর্তন/ সংশোধন করতে পারবে। বিশদভাবে আলোচনার পর সদয় অনুমোদনের জন্য উক্ত বাজেটের কপি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে প্রেরণ করা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভাপতি মহোদয়কে সর্বসম্মতিক্রমে অনুরোধ জানানো হয়।
২০১৪ - ১৫ অর্থ বছরের প্রসত্মাবিত বাজেট
খাতওয়ারী আয় | খাতওয়ারী ব্যয় | ||||
ক্রঃ নং | বিবরণ | টাকার পরিমাণ | ক্রঃ নং | বিবরণ | টাকার পরিমাণ |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ |
১। | বসতবাড়ীর বাৎসরিক মূল্যের উপর কর (বকেয়া সহ) | ২,০০,০০০/- | ১। | সচিবের বেতন-ভাতা (ইউপি অংশ) বকেয়া বেতন | ৮২,৬০০/-
২,৫০,০০০/- |
২। | ব্যবসা, পেশা ও জীবিকার উপর কর | ১,৫০,০০০/- | ২। | চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা | ৩,১১,১০০/- |
ক্রঃ নং | বিবরণ | টাকার পরিমাণ | ক্রঃ নং | বিবরণ | টাকার পরিমাণ |
৩। | কর্মদÿতা বরাদ্দ বাবদ | ২,০০,০০০/- | ৩। | ষ্টেশনারী | ২০,৩০০/- |
৪। | জাতীয়তা সনদ প্রদান ইস্যূ ফি | ৫,০০০/- | ৪। | টেক্স আদায় কমিশন | ২০,০০০/- |
৫। | রপ্তানী পণ্যের উপর কর | ২,০০,০০০/- | ৫। | শিÿা | ৪০,০০০/- |
৬। | জন্ম-মৃত্যু নিবন্ধন বাবদ ফি | ৫,০০০/- | ৬। | আপ্যায়ন | ৮,০০০/- |
৭। | জনগণের অংশীদারিত্ব বা সহায়ক চাঁদা | ২,০০,০০০/- | ৭। | কৃষি | ১০,০০০/- |
৮। | এলজিএসপি-২ ( লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট) | ১২,০০,০০০/- | ৮। | এলজিএসপি-২ প্রকল্পে ব্যয় | ১৪,০০,০০০/- |
৯। | এনজিও অনুদান (UNDP) | ৭,০০,০০০/- | ৯। | UNDPপ্রকল্প উন্নয়ন (MDG প্রকল্প বাসত্মবায়ন) | ৭,০০,০০০/- |
১০। | হাইসাওয়া অনুদান | ২১,৭৮,৫৩০/- | ১০। | হাইসাওয়া অফিস ব্যবস্থাপনা, গভীর নলকূপ স্থাপন, পিএনজিও ব্যয় বাবদ | ২১,৭৮,৫৩০/- |
১১। | উপজেলা অনুদান | ২২,০০,০০০/- | ১১। | গৃহ নির্মান/ মেরামত | ১০,০০০/- |
|
|
| ১২। | স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী | ১০,০০০/- |
১৩। | প্রকল্প খাতে ব্যয় (উপজেলা অনুদান) | ২২,০০,০০০/- | |||
১৪। | গ্রাম পুলিশ সম্মানী ভাতা (পরিষদ অংশ) | ৯৬,০০০/- | |||
১৫। | নিরীÿা ব্যয় | ২,০০০/- | |||
| মোট আয় | ৭২,৩৮,৫৩০/- |
| মোট ব্যয় | ৭২,৩৮,৫৩০/- |
৩য় প্রসত্মাবঃসভাপতি মহোদয় জানান, এলাকার উন্নয়ন ও জনস্বার্থে ব্যয় করার জন্য এবং ইউপি’র তেমন কোন আয়ের উৎস নেই। তাই ইউপি তহবিল জীবিত রাখা, চেয়ারম্যান ও মেম্বারদের সম্মানী ভাতা অংশ ও কর্মচারীদের ইউপি অংশের বেতন-ভাতা, ইউ,পি অফিস পরিচালনা করার জন্য ইউনিয়নের বাইরে নিয়ে যাওয়া মালামালের উপর বিবিধ ট্যাক্স ও বৈধ ব্যবসার উপর নিমেণাক্তভাবে কর, রেট, ফি, ধার্য্য করার বিষয়ে সভায় অবহিত করেন। উক্ত বিষয়ে বিসত্মারিত আলোচনার পর নিমণলিখিত ধার্যকৃত তালিকার উপর উপস্থিত সম্মানিত সদস্য/সদস্যাবৃন্দ একমত পোষণ করার পর প্রসত্মাবটি সবসম্মতিক্রমে গৃহীত ও পাশ হয়।
১। পশুর উপর ট্যাক্স
নং | বিবরণ | পরিমাণ | নং | বিবরণ | পরিমাণ |
০১। | গরম্ন (বড়) | প্রতিটি ৫০/- | ০৫। | ছাগল ও ভেড়া (বড়) | প্রতিটি ২৫/- |
০২। | গরম্ন (ছোট) | প্রতিটি ২৫/- | ০৬। | ছাগল ও ভেড়া (ছোট) | প্রতিটি ১০/- |
০৩। | মহিষ (বড়) | প্রতিটি ৬০/- | ০৭। | গয়াল | প্রতিটি ১০০/- |
০৪। | মহিষ (ছোট) | প্রতিটি ৩০/- |
|
|
|
০৮। | বিবাহের উপর ট্যাক্স | |
| ১ম বিবাহ | নাই |
| ২য় বিবাহ | ২০০/- |
| ৩য় বিবাহ | ৫০০/- |
০৯। | অভিযোগপত্র ফি প্রতিটি | ১০০/- |
| নকল কপি | ৩০/- |
১০। | জাতীয়তা সনদ পত্র ফি প্রতিটি | ২০/- |
বিবিধ প্রসত্মাবঃসভাপতি সভাকে জানান যে, বর্তমানে কর্মরত ইউপি সচিব, জনাব ছৈয়দ আলম ও সাবেক সচিব বাবু মিলন চক্রবর্তীর ইউ.পি. অংশের (২৫%) বেতন-ভাতা বাবদ প্রায় ২,৫০,০০০/- (দুই লÿ পঞ্চাশ হাজার) টাকা বকেয়া রয়েছে। ইউ.পি. সচিবের বেতন-ভাতার ২৫% ইউ.পি অংশ ইউনিয়ন পরিষদ তহবিল হতে পরিশোধ করার সুস্পষ্ট বিধান রয়েছে। বাস্ত্তভিটা ট্যাক্স ও বিবিধ ট্যাক্স আদায় করা গেলে ইউ.পি সচিবের ইউ.পি অংশের বকেয়া বেতন পরিশোধ করা সম্ভব হবে। তিনি ইউনিয়ন পরিষদের বাজেট অনুমোদনের পর ধার্য্যকৃত ট্যাক্স আদায়ের প্রয়োজনীয় আমত্মরিক প্রচেষআ চালানোর নিমিত্তে উপস্থিত সকল সদস্য-সদস্যাবৃন্দের প্রতি অনুরোধ করেন। উপস্থিত সদস্য-সদস্যাবৃন্দ সভাপতি মহোদয়ের প্রসত্মাবের সাথে একমত পোষণ করতঃ প্রশাসনিক কাজের সুবিধার্থে ও ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং নির্দেশনার আলোকে ইউ.পি সচিবের ইউ.পি অংশের বেতন-ভাতাদি যথাসময়ে প্রদান করার সুবিধার্থে বাস্ত্তভিটা ট্যাক্স ও বিবিধ ট্যাক্স আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সভায় অভিমত ব্যক্ত করেন। বিভিন্ন উন্নয়ন ও ইউ.পি সচিবের বকেয়া বেতন-ভাতাদি সময়মত পরিশোধের সুযোগ সৃষ্টির লÿÿ্য বাজেট অনুমোদনের পর ধার্য্যকৃত বাস্ত্তভিটার ও বিবিধ ট্যাক্স আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল সদস্য/ সদস্যাকে অনুরোধ জানিয়ে সিদ্ধামত্ম গৃহীত ও পাশ হয়।
অতঃপর অদ্যকার সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সভাপতি উপস্থিত সম্মানিত সদস্য/ সদস্যাবৃন্দকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী সভায় যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
(সানু প্রত মার্মা)
চেয়ারম্যান
২ নং কুহালং ইউনিয়ন পরিষদ
বান্দরবান সদর, বান্দরবান।
স্মারক নং- কুইউপি/২০১৪- তারিখঃ
অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হইলঃ
1) মাননীয় জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা।
2) উপজেলা নির্বাহী অফিসার, বান্দরবান সদর, বান্দরবান।
3) অফিস কপি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS