বর্তমান সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে উৎসাহিত করা ও জনগনের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় এর এ টু আই প্রোগ্রামের সহযোগিতায় উপজেলা পর্যায়ে আগামী ২৩ ও ২৪ মার্চ ২০১৫ "ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫" আয়োজন করা হয়েছে। সদর উপজেলাধীন সরকারী অফিস ও সকল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার, তথ্য ও প্রযুক্তির সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানের জনসেবামূলক কার্যক্রমগুলো কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে এই মেলায় তুলে ধরবেন।
এ লক্ষ্যে উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী সুধীবৃন্ধকে মেলায় অংশগ্রহণ করার জন্য সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার,
সদর, বান্দরবান পার্বত্য জেলা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS