চেয়ারম্যানের কার্যালয়
২নং কুহালং ইউনিয়ন পরিষদ
বান্দরবান সদর, বান্দরবান।
স্মারক নং- কু. ইউঃ পিঃ/২০১৪-১৩৩ তারিখঃ ১৮/০৫/২০১৪ইং।
বরাবর,
জেলা প্রশাসক
বান্দরবান পার্বত্য জেলা।
বিষয়ঃ মিস রিভিউ মোঃ নং- ১০(ডি)/১১ এর বাদী-বিবাদীর মধ্যে আপোষ মিমাংসা প্রসঙ্গে।
সূত্রঃ মহোদয়ের স্মারক নং-০০.০০.০৩০০.৩০৪.মি.রি.১০.ডি.২০১১-৮৭১, তারিখ- ২৫/০৯/১১খ্রিঃ।
এয়াকুব আলী
বনাম
সাকেরা/ সাজু বেগম গং
অদ্য ১৮/০৫/২০১৪ইং অত্র কার্যালয়ে জেলা প্রশাসক, বান্দরবান আদালতের মিস রিভিউ মোঃ নং- ১০(ডি)/১১ এর বাদী, বিবাদী, আপত্তিকারী এবং উভয় পক্ষের কৌশলী/ প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মামলায় উভয় পক্ষ হাজির হইয়া বিদ্যমান বিষয়ে পারস্পরিক সম্মতিতে আপোষ মীমাংসায় উপনীত হন এবং একটি অঙ্গীকারনামা দলিল/ নাদাবী দলিল সম্পাদন করেন (কপি সংযুক্ত)। পক্ষগণ পূর্ণ সম্মতিতে অত্র অঙ্গীকারনামা দলিলের সকল বিষয় মানিয়া চলার অঙ্গীকারে উপস্থিত সকলের সম্মুকে স্বাক্ষর করিয়া আপোষ মীমাংসায় উপনীত হয়েছেন বিধায় সংযুক্ত অঙ্গীকারনামা দলিল/ নাদাবী দলিলের আলোকে বিষয়ে উল্লেখিত মামলাটি নিস্পত্তি করা যেতে পারে।
বিষয়টি মহোদয়ের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অগ্রবর্তী করা হইল।
সংযুক্তঃ- অঙ্গীকারনামা দলিল/ নাদাবী দলিল- ১ কপি।
(সানু প্রু মার্মা)
চেয়ারম্যান
২নং কুহালং ইউনিয়ন পরিষদ
বান্দরবান সদর, বান্দরবান।
অনুলিপিঃ-
1) মোঃ এয়াকুব আলী, পিতা- মৃত কাজ আবদুর রহিম, সাং- ৩৩৭নং বালাঘাটা মৌজা, পুলিশ লাইন এলাকা, বান্দরবান সদর, বান্দরবান।--------- বাদীপক্ষ।
2) (১) সাকেরা বেগম (২) আহামদ হোসেন, (৩) রাশেদা বেগম, সর্বপিতা- মৃত বাদশা মিয়া, সাং- মুসলিম পাড়া, ৩১৮নং কুহালং মৌজা, সদর, বান্দরবান। ------- প্রতিপক্ষ।
3) (১) সাজু বেগম, স্বামী- মৃত বাদশা মিয়া, (২) নুরুন্নাহার বেগম, (৩) সামশুন্নাহার বেগম, (৪) ছৈয়দ হোসেন, (৫) নুরু হোসেন, ২-৫নং ক্রমিকে পিতা- মৃত বাদশা মিয়া, সাং- ৩১৮নং কুহালং মৌজা, সদর, বান্দরবান।--------আপত্তিকারী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS